টপিকঃ উবুন্টু 20.04 ইনস্টল করতে গিয়ে বিপদে পড়েছি

আমি সকালে উবুন্টু 20.04 ইনস্টল করতে গিয়ে fatal error পায়।রিস্টার্ট দেওয়ার পর থেকে পুরো স্ক্রিন কালো হয়ে গেল। শুধু একটি কার্সার দেখাচ্ছে। এরপর উবুন্টু 13.04 ইনস্টল করি সেটি ইনস্টল হয় কিন্তু রিস্টার্টের পর চালাতে গিয়ে একই সমস্যা এখন কি করব? কেউ জানলে খুব উপকৃত হব। অগ্রিম ধন্যবাদ।

Re: উবুন্টু 20.04 ইনস্টল করতে গিয়ে বিপদে পড়েছি

আপনি সম্ভবত ইউইএফআই বুট মুডে সিস্টেম চালু করেছিলেন কিন্তু ইন্সটলেশন করেছেন লিগ্যাসি মুডে। এজন্য বুটলোডার ইন্সটল করতে গিয়ে ঝামেলা হয়েছে। এখন আপনি যে সিস্টেমেই ইন্সটলেশন করছেন তাতে ঝামেলায় পড়ছেন।

১। আপনার সিস্টেমের কনফিগারেশনটা জানাবেন।
২। উবুন্টু ২০.০৪ কোন সংস্করনটা ইন্সটল করতে চাচ্ছেন তা জানাবেন।
৩। মাল্টিসিস্টেম দিয়ে পেনড্রাইভে উবুন্টু আইএসও বুটেবল করতে আপনি অভিজ্ঞ কি?

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত