টপিকঃ উবুন্টু 20.04 ইনস্টল করতে গিয়ে বিপদে পড়েছি
আমি সকালে উবুন্টু 20.04 ইনস্টল করতে গিয়ে fatal error পায়।রিস্টার্ট দেওয়ার পর থেকে পুরো স্ক্রিন কালো হয়ে গেল। শুধু একটি কার্সার দেখাচ্ছে। এরপর উবুন্টু 13.04 ইনস্টল করি সেটি ইনস্টল হয় কিন্তু রিস্টার্টের পর চালাতে গিয়ে একই সমস্যা এখন কি করব? কেউ জানলে খুব উপকৃত হব। অগ্রিম ধন্যবাদ।