২১

Re: শখের প্রাপ্তি - ২০১৮

aburaihan.me লিখেছেন:

অনেক দারুন  thumbs_up

ধন্যবাদ মন্তব্যের জন্য

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

২২

Re: শখের প্রাপ্তি - ২০১৮

২০১৮ সালের মাঝামাঝিতে হঠাত করে নজরে আসে ফেইস বুকে ফটোগ্রাফির কিছু গ্রুপ আছে। অনেকেই সেখানে নিজর তোলা ছবি শেয়ার করে। প্রতিদিনের শেয়ার হওয়া ছবিগুলি থেকে ভালো কিছু ছবিকে দিনের সেরা ছবি হিসেবে এ্যাডমিনরা নির্বাচন করে। আমিও তখন থেকে সেই সব গ্রুপে ছবি দিতে শুরু করি এবং তখন থেকে এখন পর্যন্ত আমার তোলা বেশ কিছু ছবি বিভিন্ন গ্রুপে বেস্ট ছবি হিসেবে নির্বাচিত হয়েছে-হচ্ছে।
সেই সব ছবি গুলি আছে -

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।