টপিকঃ নাম নেই।
এই যে আধার কালো রাতে,
তোমার অনেক ছায়া ভেসে ওঠে।
তুমি আদো আধারে ডুবে থাকো,
আমি অনেক চেষ্টা করেও তোমার নাগাল পাই না,
যতই তোমার সন্নিকটে যাওয়ার অবাধ্য চেষ্টা আমার,
ততই তোমার আরো গভীরে ডুবে যাওয়া,
ততই আমার তোমায় হারিয়ে ফেলা।
আমার শান্ত চেষ্টায় জল ঢেলে তুমি অল্প হেসে
তোমার বসন্তের ছায়া ঝরিয়ে দাও।
আমি আমার একলা আধারে তবুও তোমার ছায়ার খোজে নিশ্চুপ রাত কাটাই।