Re: মুখচ্ছবি
ভালো
শুকরিয়া
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » মুখচ্ছবি
ভালো
শুকরিয়া
আমি আর Syed Tarik ভাই গিয়েছিলাম রমনায়। হঠাত দেখা এই ফুলকুমারীর সঙ্গে। তারিক ভাই যাতে সুন্দর একটি ছবি তুলতে পারে তাই সে পাউডার পাফের সাথে এই ভাবে গিয়ে দাঁড়ায়। ভিন্ন এ্যাঙ্গেল থেকে এই ছবিটি তুলেছি আমি তখন।
ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০১/০৬/২০১৮ ইং
অনেক দিন যাওয়া হয় নাই।
অনেক দিন যাওয়া হয় নাই।
আমিও আটকে আছি বাড়িতে।
দুরন্ত শৈশব
ছবি তোলার স্থান : গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৩/০৫/২০১২ ইং
ছোটবেলায়
ছোটবেলায়
হ
এখন এ-সব স্বপ্নকথা
দূরের শোনা গল্প,
তখন সত্যি মানুষ ছিলাম
এখন আছি অল্প।
----- আসাদ চৌধুরী -----
ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
সুপার মুন পর্যবেক্ষণ
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৩/২০১১ ইং
ত্রিরত্ন
ছবি তোলার স্থান : গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০২/০৫/২০১১ ইং
ফুলকিশোরী
ছবি তোলার স্থান : মুন্সীগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং
খুব বস্তব ছবি
ধন্যবাদ
সুন্দর।
সুন্দর।
ধন্যবাদ
ফুলকিশোরী
ছবি তোলার স্থান : মুন্সীগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং
সুন্দর
সুন্দর
ধন্যবাদ
কান্না আমার যাচ্ছে কমে, বাড়ছে যে সাহস,
নাম যে আমার আলীবাবা, বয়স এখনো দশ!
----- অঞ্জন দত্ত -----
ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
বয়েস আমার, মুখের রেখায়, শেখায় আজব, ত্রিকোণমিতি,
কমতে থাকা, চুলের ফাঁকে, মাঝবয়সের সংস্কৃতি।
হাঁটুতে আজ, টান লেগেছে,, টান লেগেছে গাঁটে গাঁটে,
মধ্যবিত্ত, শরীরে আজ, সময় শুধু ফন্দি আঁটে!
----- কবীর সুমন -----
ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » মুখচ্ছবি
০.০৭৭৭৫৫৯২৮০৩৯৫৫১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৪১৫৯০২৯৫৯৫৩৮ টি কোয়েরী চলেছে