টপিকঃ আমার দেখা প্রচীন মন্দির সমগ্র
দেশের প্রাচীন স্থাপত্য নিদর্শন দেখার একটা শখ আমার আছে। সুযোগ হলেই দেখার চেষ্টা করি প্রাচীন বাংলার ঐসব আশ্চর্য স্থাপনা। আমাদের দেশের প্রাচীন স্থাপত্যের মধ্যে "মন্দির" গুলি বেশ আকর্ষণীয় নানান যায়গায় ঘুরে বেরাবার সময় বেশ কিছু প্রাচীন মন্দির দেখার সুযোগ হয়েছে আমার। এখানে থাকবে আমার দেখা প্রাচীন মন্দিরের ছবি গুলি।
০০১ : গোপীনাথ মন্দির
ছবি তোলার স্থান : আচমিতা, ভোগবেতাল, কটিয়াদী, কিশোরগঞ্জ।
GPS coordinates : 24°16'32.7"N 90°47'23.0"E
ছবি তোলার তারিখ : ২৪/২/২০১৭ ইং