২১

Re: আমার দেখা প্রচীন মন্দির সমগ্র

০১২ : ফেগুনাসার শিব মন্দির
https://i.imgur.com/rLq34xih.jpg
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামে ইছামতি নদীর ধারে ফেগুনাসার শিব মন্দিরটি অবস্থিত। কারো কারো মতে এটি ৭০০ বছরের পুরনো, আবার কারো কারো মতে এটি ৪০০ বছর পূর্বে রাজা রাজ বল্লবের নির্মিত শিব মন্দির।

শোনা যায় এক সময় বিশাল এলাকা নিয়ে রাজা রাজ বল্লব মন্দিরটি নির্মাণ করলেও বর্তমানে মন্দিরের চত্বর বাদে বাকি জায়গা প্রভাবশালীরা দখল করে নিয়েছে। মন্দিরের আকার বেশি বড় নয়।

ছবি তোলার স্থান : সিরাজদিখান, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinate : 23°33'16.5"N 90°26'14.5"E
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

২২

Re: আমার দেখা প্রচীন মন্দির সমগ্র

clap

নামায সবার উপর ফরয করা হয়েছে

২৩

Re: আমার দেখা প্রচীন মন্দির সমগ্র

খাইরুল লিখেছেন:

clap

love

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।