টপিকঃ =নতুন আলোয় সুখে বাঁচি=
©কাজী ফাতেমা ছবি
=নতুন আলোয় সুখে বাঁচি=
নতুন দিনের নতুন আলোয়
নতুন করে বাঁচা
দুঃখ যত দেই উড়িয়ে
খুলে বুকের খাঁচা!
আসুক ক্লান্তি ঝাপটে ধরুক
আসুক কষ্ট ধেয়ে
বিষাদ পায়ে দলে যাবো
সুখের জলে নেয়ে।
বিষণ্ণতা আসুক পাশে
আসুক ব্যথার পাহাড়
বিতৃষ্ণাদের পিছন ঠেলে
ছড়াবো রঙ বাহার।
সংকল্প আজ নতুন করে
সব গুছিয়ে ফেলার
জরাজীর্ণ খরা দেখে
পিছন ফিরে কে আর!
অতীতে যাক পেরেশানি
আসুক শান্তির বাণী
পবিত্রতা ছুঁয়ে থাকুক
আমার হৃদয়খানি।
হাসি থাকুক ঠোঁটের কিনার
উচ্ছ্বাস মুখের উপর
দুঃখ ব্যথা ছুঁড়ে পরবো
মাথায় শান্তির টোপর।
বুকের বামে করবো জমা
যত সুখের স্মৃতি,
বাজুক বাজুক নতুন দিনের
রিনিঝিনি গীতি।
উড়ুক মনে প্রজাপতি
স্বপ্ন মেলুক ডানা,
দীর্ঘশ্বাসের দেবো ছুটি
মানবো না আর মানা।
এই মেঘ এই রোদ্দুর