টপিকঃ শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই তৃতীয় পর্ব শীতের কবিতা-৩

শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই
তৃতীয় পর্ব   শীতের কবিতা-৩
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

শীত এলো ভাই,
শীত এলো ভাই।
কাঠ জ্বেলে চলো ভাই আগুন পোহাই।
শীত এলো ভাই।

তরুশাখে পাখিসব,
নাহি করে কলরব।
কাঁপে সব ঠক ঠক হিমেল হাওয়ায়।
শীত এলো ভাই।

ফুলবনে ফুলকলি
ফুটে আছে সবগুলি
নাহি হেরি তথা অলি গুঞ্জরিয়া গায়।
শীত এলো ভাই।

চলো ভাই রাঙাপথে,
খেজুরের গাছ হতে,
রস ভরি ভাঁড় পেতে খেজুর রস খাই।
শীত এলো ভাই।

অজয়ের নদীচরে,
হাওয়া বয় উত্তরে,
বক নাহি খেলা করে শালিক দেখি নাই।
শীত এলো ভাই।

শীতের সকাল বেলা
পাখিদের বসে মেলা
সারাদিন করে খেলা আমার আঙিনায়।
শীত এলো ভাই।

Re: শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই তৃতীয় পর্ব শীতের কবিতা-৩

অনেক ভালো লেখেন।

নামায সবার উপর ফরয করা হয়েছে

Re: শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই তৃতীয় পর্ব শীতের কবিতা-৩

সুন্দর কবিতা।