Re: পাক-পাখালি
Swan
মরাল
এরা রাজহাঁসের নিকট আত্মীয়।
ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪-০১-২০১৪ ইং
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » পাক-পাখালি
Swan
মরাল
এরা রাজহাঁসের নিকট আত্মীয়।
ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪-০১-২০১৪ ইং
সুন্দর ছবি।
সুন্দর ছবি।
শুকরিয়া
প্রস্তুতি
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৩/০১/২০১৭ ইং
অসাধারন।
অসাধারন।
ধন্যবাদ মন্তব্যের জন্য
কানিবক
অন্যান্য ও আঞ্চলিক নাম : কানাবক, কোঁচবক, ধানপাখি, দেশি কানিবক।
Common Name : Indian pond heron, paddybird
Binomial name : Ardeola grayii
ছবি তোলার স্থান : ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০৮/২০১১ ইং
সুন্দর।
ভেরী নাইচ ছবিগুলা ।
সুন্দর।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
চড়াই বা চড়ুই বা গৃহস্থালির চড়াই
Common Name : Sparrow, Old World sparrows, true sparrows
একটি সুপরিচিত পাখি। এরা জনবসতির মধ্যে থাকতে ভালোবাসে তাই এদের ইংরাজি নাম হাউস স্প্যারো অর্থাৎ "গৃহস্থালির চড়াই"। পৃথিবীতে মোট ৪৮ প্রজাতির চড়ুই দেখতে পাওয়া যায়।
পুরুষ-স্ত্রী চড়ুই দেখতে আলাদা। পুরুষ পাখিটি দেখতে বেশি সুন্দর এবং সে বেশি গান গায়।
এরা ৪ থেকে ৬টি ডিম পাড়ে। ছানা ফুটতে সময় লাগে প্রায় ১৩ দিন। ছানারা উড়তে শিখলে বড়দের সঙ্গে মাঠে খাবার খেতে যায়। মাটি থেকে পোকামাকড় শস্য খুঁটে খায়।
প্রজনন মৌসুমে পাতি চড়ুই খড়কুটো, কাঠি, শুকনো ঘাস, পালক দিয়ে মানুষের ঘরে বাসা বানায়। বাসা তৈরি হলে পুরুষটি সুরেলা কণ্ঠে গান গায়। বাচ্চা ফুটলে দু’জনেই তাদের লালন-পালন করে।
প্রতিবছর ২০ মার্চ ২০১৪ পৃথিবীব্যাপী পালিত হয় বিশ্ব চড়ুই পাখি দিবস।
সূত্র : উইকি পিডিয়া
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৫/০৫/২০১৬ ইং
চড়াই বা চড়ুই বা গৃহস্থালির চড়াই
Common Name : Sparrow, Old World sparrows, true sparrows
একটি সুপরিচিত পাখি। এরা জনবসতির মধ্যে থাকতে ভালোবাসে তাই এদের ইংরাজি নাম হাউস স্প্যারো অর্থাৎ "গৃহস্থালির চড়াই"। পৃথিবীতে মোট ৪৮ প্রজাতির চড়ুই দেখতে পাওয়া যায়।
পুরুষ-স্ত্রী চড়ুই দেখতে আলাদা। পুরুষ পাখিটি দেখতে বেশি সুন্দর এবং সে বেশি গান গায়।
এরা ৪ থেকে ৬টি ডিম পাড়ে। ছানা ফুটতে সময় লাগে প্রায় ১৩ দিন। ছানারা উড়তে শিখলে বড়দের সঙ্গে মাঠে খাবার খেতে যায়। মাটি থেকে পোকামাকড় শস্য খুঁটে খায়।
প্রজনন মৌসুমে পাতি চড়ুই খড়কুটো, কাঠি, শুকনো ঘাস, পালক দিয়ে মানুষের ঘরে বাসা বানায়। বাসা তৈরি হলে পুরুষটি সুরেলা কণ্ঠে গান গায়। বাচ্চা ফুটলে দু’জনেই তাদের লালন-পালন করে।
প্রতিবছর ২০ মার্চ ২০১৪ পৃথিবীব্যাপী পালিত হয় বিশ্ব চড়ুই পাখি দিবস।
সূত্র : উইকি পিডিয়া
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৫/০৫/২০১৬ ইং
চড়াই বা চড়ুই বা গৃহস্থালির চড়াই
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৫/০৫/২০১৬ ইং
ভালো
ভালো
ধন্যবাদ
ফিঙ্গে, ফিঙে, কালো ফিঙে, ফেউচা, ফেউছা।
Common Name : Black drongo
Scientific Name : Dicrurus macrocercus
পৃথিবীতে প্রায় ২৪ প্রজাতি আছে। আর বাংলাদেশে আছে ৬ প্রজাতি।
মাঝারি আকার, উজ্জ্বল কালো রং, লম্বা ও চোখা ডানা, সামান্য বাঁকা শক্ত ঠোঁট যার গোড়ায় লম্বা গোঁফ, দীর্ঘ ও খাঁজকাটা লেজ দেখে এদের খুব সহজেই চেনা যায়। কালো হলেও ফিঙে কিন্তু গায়ক পাখি। বহু পাখির ডাক নকল করতে পারে এরা। অন্তত ৫১ ধরনের পশু-পাখির ডাক নকল করতে পারে আফ্রিকার ফিঙে৷
ফিঙে প্রায়শ নিজের চেয়ে অনেক বড় পাখিকেও তাড়া করে এবং অনেক সময় প্রতিবেশী নিরীহ পাখিদের আগ্রাসী শিকারি পাখির হামলা থেকে বাঁচায়। গ্রামাঞ্চলের মানুষ তাই ফিঙে পাখিকেই “পাখির রাজা” বলে থাকেন।
ফিঙে প্রধানত পতঙ্গভুক, উড়ন্ত কীটপতঙ্গ ধরে খায়। তবে আফ্রিকার ফিঙেদের বিরূপ আবহাওয়ায় যখন পোকামাকড় খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়, তখনই অন্যের খাবারে নজর পড়ে তাদের৷আগে থেকে সংকেত দিতে পারে বলে আফ্রিকার ফিঙের ওপর অন্য পাখি ও ছোট প্রাণীরা আস্থাও রাখে৷ আর এর সুযোগ নিয়েই মিথ্যে সংকেতে ছোট পশু-পাখিদের ভড়কে দেয় ফিঙে৷ তারপর তাদের জোগাড় করা খাবার নিয়ে সটকে পড়াই এঁদের কৌশল৷
ছবি তোলার স্থান : ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
সুন্দর।
সুন্দর।
শুকরিয়া
দোয়েল
বাংলাদেশের জাতীয় পাখি
বৈজ্ঞানিক নাম Copsychus saularis, আর ইংরেজি নাম Oriental magpie-robin.
ফরাসী আর ওলন্দাজ নামের সাথে আমার দেশের দোয়েল নামের অদ্ভূত মিল আছে।
ফরাসীতে Shama dayal আর ওলন্দাজ ভাষায় Dayallijster এর নাম।
ছবি তোলার স্থান : ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » পাক-পাখালি
০.০৭৩৫১৫৮৯২০২৮৮০৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৯০৮২৪১২৩৩৯৩ টি কোয়েরী চলেছে