Re: পাক-পাখালি
অপেক্ষায়.....
মাছরাঙা / মাছরাঙ্গা
Kingfisher
ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০৩/২০১৭ ইং
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » পাক-পাখালি
অপেক্ষায়.....
মাছরাঙা / মাছরাঙ্গা
Kingfisher
ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০৩/২০১৭ ইং
ম্যাকাও
Blue and yellow macaw / Blue and gold macaw
ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪-০১-২০১৪ ইং
যে যার মতো...
ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
পায়রা হচ্ছে গৃহী পাখি, স্বেচ্ছায় মায়ার বধনে ধরা দেয়।
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১২/০৮/২০১৭ ইং
কাক
..................কলিকাতার কানাই কর্মকারের কনিষ্ঠা কন্যা কাকলী কর্মকার, কপাল কুঞ্চিত করিয়া, কাকা কেদার কর্মকারকে কানে কানে কহিলো -
কাকা কুঞ্জে কৃষ্ণ-কালো কোকিল কাকুতি করিতে করিতে কুহু কুহু করিলেও কলিকাতার কালো কাক, কোকাইতে-কোকাইতে কোন কারণে কা-কা করে? কোন কালহইতে কাকেরা কা-কা করিয়া কাকে কাকা কহিতেছে? কাকেদের কাকা কে?
কেদার কাকা কহিলেন -
কন্যা, কপাল কুঞ্চিত করিতেছো কেনো? কোকিল কুহু কুহু করিলেও কাক কা-কা করিবেই, কেনোনা কা-কা করাই কাকের কাজ, কাজেই কাক কা-কা করে। কাকের কপালে কা-কা করাই কঠিন কর্তব্য। কাকেদের কাকা কোনো কালেই কেহনা।.....................
কথাগুলো সেইরকম হইয়াছে।
ময়না শালিক/ ভাত শালিক আমাদের বাসায় আসে মাঝে-মধ্যে, রুটি ছিঁড়ে দিলে রুটিও খায়।
বুলবুলি আসে যখন পাকা পেয়ারা হয়, তখন খেয়ে যায়।
মরুভূমির জলদস্যু লিখেছেন:কাক
..................কলিকাতার কানাই কর্মকারের কনিষ্ঠা কন্যা কাকলী কর্মকার, কপাল কুঞ্চিত করিয়া, কাকা কেদার কর্মকারকে কানে কানে কহিলো -
কাকা কুঞ্জে কৃষ্ণ-কালো কোকিল কাকুতি করিতে করিতে কুহু কুহু করিলেও কলিকাতার কালো কাক, কোকাইতে-কোকাইতে কোন কারণে কা-কা করে? কোন কালহইতে কাকেরা কা-কা করিয়া কাকে কাকা কহিতেছে? কাকেদের কাকা কে?
কেদার কাকা কহিলেন -
কন্যা, কপাল কুঞ্চিত করিতেছো কেনো? কোকিল কুহু কুহু করিলেও কাক কা-কা করিবেই, কেনোনা কা-কা করাই কাকের কাজ, কাজেই কাক কা-কা করে। কাকের কপালে কা-কা করাই কঠিন কর্তব্য। কাকেদের কাকা কোনো কালেই কেহনা।.....................
কথাগুলো সেইরকম হইয়াছে।
ময়না শালিক/ ভাত শালিক আমাদের বাসায় আসে মাঝে-মধ্যে, রুটি ছিঁড়ে দিলে রুটিও খায়।
বুলবুলি আসে যখন পাকা পেয়ারা হয়, তখন খেয়ে যায়।
আগে দেখা গেলও এখন কোনো শালিকই খুব একটা চোখে পড়েনা বাড়ির কাছাকাছি। বুলবুলিরাও আসা কমিয়ে দিয়েছে।
দোয়েল
বাংলাদেশের জাতীয় পাখি
বৈজ্ঞানিক নাম Copsychus saularis, আর ইংরেজি নাম Oriental magpie-robin.
ফরাসী আর ওলন্দাজ নামের সাথে আমার দেশের দোয়েল নামের অদ্ভূত মিল আছে।
ফরাসীতে Shama dayal আর ওলন্দাজ ভাষায় Dayallijster এর নাম।
ছবি তোলার স্থান : ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
একদিন বৃষ্টিতে .....
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১০/২০১৭ ইং
অপেক্ষায়.....
মাছরাঙা / মাছরাঙ্গা
Kingfisher
ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০৩/২০১৭ ইং
জোড়া পায়রা
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১২/০৮/২০১৭ ইং
বাঁশপাতি / সবুজ বাঁশপাতি / পত্রিঙ্গা
কোথাও কোথাও একে 'সুইচোরা', 'নরুন চেরা' বলে ডাকা হয়।
ইংরেজি নাম : Green Bee-eater
বৈজ্ঞানিক নাম : Merops Orientalis
ছবি তোলার স্থান : ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১২/২৫/২০১৬ ইং
একদিন বৃষ্টিতে .....
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১০/২০১৭ ইং
উড়ে যায় বকপক্ষী
ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১২/২৫/২০১৬ ইং
ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা
সে-বছর পুষেছিল একপাল পায়রা।
বড়োবাবু খাটিয়াতে বসে বসে পান খায়,
পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়।
হাঁসগুলো জলে চলে আঁকাবাঁকা রকমে,
পায়রা জমায় সভা বক্-বক্ -বকমে।
----- রবীন্দ্রনাথ ঠাকুরের -----
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০২/২০১৭ ইং
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » পাক-পাখালি
০.০৮৭৭৮৩০৯৮২২০৮২৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.১০৪৫৭৯০৯৩৮৮৯ টি কোয়েরী চলেছে