টপিকঃ ঐ দূর পাহাড়ের ধারে....
সামান্য ঘুরে বেড়াবার ব্যারাম আছে আমার। বেড়ার সময় সুযোগ মতো স্মৃতি ধরে রাখার জন্য কিছু ছবিও তুলে রাখি আমি। নানান সময় দেশে বা দেশের বাইরে নানান পাহাড়ি এলাকায় যাবার সুযোগ হয়েছে। সেই সব পাহাড়ি কিছু ছবি রইলো এখানে।
নেউলধূসর নদী আপনার কাজ বুজে প্রবাহিত হয়
জলপাই-অরণ্যের ওই পারে পাহাড়ের মেধাবী নীলিমা
ওই দিকে সৃষ্টি যেন উষ্ণ স্থির প্রেমের বিষয়....
----- জীবনানন্দ দাশ -----
ছবি তোলার স্থান : জম্মু, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৫ ইং