টপিকঃ রাউটারের পোর্ট ফরওয়ার্ড
আমি একটি বাক্তিগত ব্যাবহারের জন্য সফটওয়্যার তৈরি করছি .NET এ। ব্যাকএন্ড এ আছে মাইক্রোসফট সিকুয়াল সার্ভার ।
আমি ল্যান এর মাধ্যমে অন্য পিসি থেকে সিকুয়াল সার্ভার ব্যাবহার করতে পারি। কিন্তু আমি চাচ্ছি যখন আমি বাসার বাইরে থাকব তখনো আমার সার্ভার ব্যাবহার করতে।
আমি অনেক ইউটিউব ভিডিও দেখেছি তারা পাবলিক আইপি দিয়ে সহজেই সার্ভারে ঢুকে যাচ্ছে রাউটারে পোর্ট ফরওয়ার্ড করে। আমি একই ভাবে করেছি কিন্তু কোন ভাবেই হচ্ছে না। সব ধরনের ইনবাউন্ড আউটবাউন্ড এক্সেস এবং এন্টিভাইরাসে পোর্ট এক্সেস দেয়া আছে, যার জন্য আমি ল্যানে এক্সেস করতে পারছি।
আমি ব্রডব্যান্ড ব্যাবহার করি, নেটগিয়ার রাউটার। no-ip তে অ্যাকাউন্ট করে সার্ভার পিসিতে লগিন করে আছি। ১৪৩৩ পোর্ট ফরওয়ার্ড করাও আছে রাউটারে এবং সার্ভার পিসির আইপিও সঠিক ভাবে আছে, মেনুয়াল আইপি দেয়া আছে সার্ভার পিসিতে যাতে আইপি পরিবর্তন না হয় যেটা পোর্ট ফরওয়ার্ড এর সাথে সম্প্রিক্ত।
অনেক ওয়েব সাইট আছে যেখানে পোর্ট খোলা আছে কিনা চেক করা যায়, চেক করেছি কিন্তু আমার পোর্ট কখনই খোলা পাইনা, সার্আচ করার জন্য আমার পাবিলিক আইপি দিয়েছি (সার্ভার পিসির) পরিষ্কার করার জন্য বলছি ল্যান এর আইপি না।
আর কি করতে পারি, যেটা করলে আমি সাক্সেস হব।
যে কোন ধরনের পরামর্শ এর জন্য স্বাগতম।
-----------------------------------
Life is not a bed of roses