টপিকঃ ভাংলো গগন
ভাংলো গগন
গিনি
ও দাদি দেখ চেয়ে দেখ
আর কান পেতে শোন,
মেঘের মেলায় গুরু গুরু।
কত গল্প শুনেছি তোর কাছে,
বর্ষায় সেদিন যত হৈ হুল্লোর,
জলে ভেজার আনন্দ ছিল তোদের মাঝে।
আজ হটাত এতো কাল পড়ে,
আবার ভাংলো গগন ,
ভিজলো রে মাটি, গাছ গাছালি,
ঝপ ঝপিয়ে চালে ঘরে।
জড়সড় ছাগল ছানা,
শীতল হাওয়ায় কাপলো বক কানা।
এই বুঝি সে দিন গুলি এলো ফিরে,
দাদি, বল আরও বল তোর দাদার সাথে
বৃষ্টির দিনে প্রথম দেখা।
বল খুলে প্রেমের কাল গুলি
এবার প্রাণ খুলে সুখো মাখা।
তখন তোরা ছিলি কত কোমল পড়ে,
আসবে কি এই কাল সে কালের তরে।