টপিকঃ লাভ এটাক-২১

‘সরো থাক’ শুনে রানা ক্ষেপে যায়, ‘ওরে,
তুই ব্যাটা মরবি তো প্রেম প্রেম করে।
ঘুষি মারে চড় দেয় হাঁকে জোরে লাথি
তবুও কি জ্বালবি না দেমাগের বাতি?
ও মেয়ের দুই গালে মার চটকনা
চুল ছিঁড়, ঘুষি মেরে ক’রে দে না কানা।’

ফস ক’রে ডি মারিয়া কেঁদে ওঠে- হু হু!
সানা মিতি ডান্স করে হয়ে উদ্বাহু!
উল্লাসে চমকায় ফারিয়ার পিলে-
বরবাদ উদাসীন চোট পায় দিলে।
কিন্তু সে অভিমানে গদগদ থেকে-
মারিয়ার কান্নাটা দুই চোখে চাখে।

‘মারিয়ার কান্নায় নেই আঁখি জল-
হতে পারে এটা ওর বড় কোন ছল।’
উদাসের কানে মিঠু ব’লে এই কথা-
সব্বার সম্মুখে মেলে ধ’রে ছাতা।
তেড়ে ওঠে ডি মারিয়া- ঐ তরা থাম।
উদাসের হাতে দ্যায় নীল রঙা খাম।

ভেতরে  বাইরে আগুন
তবু এ হৃদয় বড় উচাটন
কখন আসবে ফাগুন

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: লাভ এটাক-২১

অনেক ভালো লেখা।  thumbs_up thumbs_up

নামায সবার উপর ফরয করা হয়েছে