টপিকঃ ক্যারিয়ার
২ টা ডিমের মধ্যে কথোপকথন:-
১ম ডিম: কিরে তুই বড় হয়ে কি হবি ?
২য় ডিম: ডাক্তার! তুই ?
১ম ডিম: ইন্জিনিয়ার..! তা তোর ডাক্তার হতে কত বছর লাগবেরে ?
২য় ডিম: এই ধর ১৫ বছর..! আর তোর কত বছর লাগবে ?
১ম ডিম: ও আচ্ছাহ ! এই ধর আমার ২০ বছর তো লাগবেই !
এরি মধ্যে বাড়ির মালিক এসে তাদের দুজনকেই নিয়ে গরম তেলে ছেড়ে দিল ভাজি করার জন্য...
আর ওরা তখন ভাজি হচ্ছে আর বলছে... ধুর ছাই পুরা ক্যারিয়ারটাই নষ্ট করে দিল....।।।