টপিকঃ যৌবনা বসন্ত
যৌবনা বসন্ত
গিনি
আজি বসন্ত ভরা যৌবনা।
উন্মুক্ত করি বক্ষ বন্ধনী,
প্রকাশি বিশ্বের বিস্ময়
সৌন্দর্যের আধার নন্দিনী।
রক্তিম কৃষ্ণ চূড়ার শাখে,
টুনটুনি লেজ নেড়ে টুনটুনে,
পটুয়ার রচা উৎফুল্ল ছবি,
মনে মনে প্রেমের শিহরণে আকুতি ভরা
মিলনের জাল বুনে।
আজি ভূবন জুরি চাওয়ার মালঞ্চে,
চিত্ত ভ্রমর মধু সিঞ্চে।
ওরে যোবন কায়া বসন্ত!
যাসনে ছেড়ে মোরে,
বল কোন আবেসে, কোন আদরে,
রাখবো তোরে,
রাখবো পুলকে অন্তর পলিতে ধরে?