টপিকঃ আমন্ত্রণ ফাল্গুন
আমন্ত্রণ ফাল্গুন
গিনি
আজি বসন্ত উদয়ে ফাগুন তোমায় প্রণাম।
তোমার ফোটানো ফুলের ঝাড়িতে,
সাজাবো তোমায় আবার।
এবার নৃত্য হবে, হবে গান,
দিকে দিকে বাজিবে বাদ্য, উদ্বেলে প্রাণ।
এখন পাখি মধু সুরে ডাকে,
ঝর্ণা বয় কল কল পাহাড় ফাঁকে ফাঁকে।
উষ্ণ বায় দেয় শিহরণ,
মুক্ত কিরণ আলোর ধারায় দেয় ভরায়ে মন।
ফুল গুলি লই তুলে আনমনে,
ছুঁই ত্রু চরণ রূপ প্রেমী জনে।
কৃষ্ণচূড়া ছড়ায় রং আনে আনন্দ ,
জানিনা জানিনা গগন হতে আসে যেন ছন্দ!
লেগেছে এ কিসের মাতন?
এই কি বসন্ত এই সে ফাল্গুন।
ভালো লাগে কত ভালো লাগে,
এই পাওয়াতে আর কে কি চায়, কি যে মাগে!
আয় রে আয় সেই আমার প্রিয়,
এখন সবই চঞ্চলে নয় কিছু ম্রিয়।