সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (০১-০২-২০১৯ ২০:৫৮)

টপিকঃ একত্রে ৪০ জনকে কিছু সময়ের জন্য নেট শেয়ার দিতে চাই

ধরুন একটি ক্লাসে ৪০ জন ছাত্র আছে। কিন্তু সেখানে ওয়াইফাই নাই। আমি চাই সকলেই যাঁর যাঁর ফোনে ক্লাসের সময়ে নেট শেয়ায় পাক। (অনলাইনে টেস্ট নেব)

আমার নিজের ফোনের ডেটা কানেকশন থেকে হটস্পট করে দিলে সর্বোচ্চ ১০টি কানেকশন দিতে পারে। কিন্তু আমার দরকার ৪০।

সমাধানে একটা অপশন হতে পারে ৪টি ফোনে ডেটা (১দিনে ১ জিবি টাইপের অফার) নিয়ে ৪টা হটস্পট তৈরী করা। এটা খুবই সম্ভব।

অন্য অপশন হিসেবে যেটা জানতে চাচ্ছি সেটা হল, আমার দেয়া হটস্পটে কানেক্টেড হয়ে তিনজন ছা্ত্র যদি তাদের ফোন থেকেও হটস্পট চালু করে দেয় তাহলে ১০ + ৩০ = ৪০ জনেরই আমার ডেটা ব্যবহার করা সম্ভব কি না? আমি নিজেই পরীক্ষা করে দেখতে পারি, কিন্তু আগে থেকে জানা থাকলে শান্তি লাগতো।

পরিবেশ প্রকৌশলী'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: একত্রে ৪০ জনকে কিছু সময়ের জন্য নেট শেয়ার দিতে চাই

প্রধান বাধা হচ্ছে যে, একটা মোবাইল ফোন যদি ওয়াইফাই দ্বারা নেটে কানেক্টেড থাকে সেক্ষেত্রে সেই সেটটি হটস্পট হিসেবে কাজ করতে পারে না। ফোনটি তখনই হটস্পট হিসেবে কাজ করে যখন সেটা সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে নেটে কানেক্টেড থাকে।

Re: একত্রে ৪০ জনকে কিছু সময়ের জন্য নেট শেয়ার দিতে চাই

পরিবেশ প্রকৌশলী'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: একত্রে ৪০ জনকে কিছু সময়ের জন্য নেট শেয়ার দিতে চাই

আমি নিশ্চিত না এইটা হবে কিনা, কিন্তু আপনি একটা USB (b/c) পোর্ট থেকে RJ45 পোর্ট দিয়ে একটা রাউটার এ কানেকশন দিয়ে দেখতে পারেন। তার মানে রাউটার এর ইন্টারনেট সোর্স হবে আপনার মোবাইল আর আপনি USB Tethering চালু করবেন মোবাইল থেকে। সেক্ষেত্রে দুইটা প্রব্লেম বাকি থাকলো
- রাউটার এর ৪০ টি ক্লায়েন্ট সাপোর্ট দিতে পারা
- আপনার ফোন এর নেট স্পিড পর্যাপ্ত থাকা

Re: একত্রে ৪০ জনকে কিছু সময়ের জন্য নেট শেয়ার দিতে চাই

সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (০২-০২-২০১৯ ০৯:০৭)

Re: একত্রে ৪০ জনকে কিছু সময়ের জন্য নেট শেয়ার দিতে চাই

Re: একত্রে ৪০ জনকে কিছু সময়ের জন্য নেট শেয়ার দিতে চাই

ব্যাটারিতে কিন্তু বেশীক্ষণ সার্ভিস দিতে পারবে না ।