১২১

Re: বিদায় বেলায় - ০১

ক্ষান্ত হও, ধীরে কও কথা। ওরে মন,
নত করো শির। দিবা হল সমাপন,
সন্ধ্যা আসে শান্তিময়ী।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

https://i.imgur.com/zKmF5ROh.jpg

ছবি তোলার স্থান : লাবুনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

১২২ সর্বশেষ সম্পাদনা করেছেন মরুভূমির জলদস্যু (২২-০৭-২০২০ ২৩:২৭)

Re: বিদায় বেলায় - ০১

সকল বেলা কাটিয়া গেল.
বিকাল নাহি যায়।
দিনের শেষে শ্রান্ত ছবি.
কিছুতে যেতে চায় না রবি,
চাহিয়া থাকে ধরণী-পানে.
বিদায় নাহি চায়।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

https://i.imgur.com/8ROdHCBh.jpg

ছবি তোলার স্থান : লাবুনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

১২৩

Re: বিদায় বেলায় - ০১

দিন অবসান হল।
আমার আঁখি হতে অস্তরবির আলোর আড়াল তোলো ॥
অন্ধকারের বুকের কাছে নিত্য-আলোর আসন আছে,
সেথায় তোমার দুয়ারখানি খোলো ॥

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
https://i.imgur.com/uKlimzeh.jpg
ছবি তোলার স্থান : লাবুনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

১২৪

Re: বিদায় বেলায় - ০১

সন্ধ্যা–গোধূলি লগনে কে
রাঙিয়া উঠিলে কারে দেখে।।
হাতের আলতা পড়ে গেল পায়ে
অস্ত–দিগন্ত বনান্ত রাঙায়ে

----- কাজী নজরুল ইসলাম -----

https://i.imgur.com/zROVa0fh.jpg

ছবি তোলার স্থান : লাবুনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

১২৫ সর্বশেষ সম্পাদনা করেছেন মরুভূমির জলদস্যু (১০-০৯-২০২০ ১৩:০৯)

Re: বিদায় বেলায় - ০১

জানি না কখন এল নূপুরবিহীন
নিঃশব্দ গোধূলি।
দেখি নাই স্বর্ণরেখা
কী লিখিল শেষ লেখা
দিনান্তের তুলি।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

https://i.imgur.com/cmruVH4h.jpg

ছবি তোলার স্থান : লাবুনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

১২৬

Re: বিদায় বেলায় - ০১

এখানে নামল সন্ধ্যা। সূর্যদেব, কোন্‌ দেশে, কোন্‌ সমুদ্রপারে, তোমার প্রভাত হল।
অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা, বাসরঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো; কোন্‌খানে ফুটল ভোরবেলাকার কনকচাঁপা।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

https://i.imgur.com/oL9lPkqh.jpg

ছবি তোলার স্থান : লাবুনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

১২৭

Re: বিদায় বেলায় - ০১

“আইল গোধূলি সৌর রঙ্গ ভূমে,-
নামিল পশ্চিমে ধীরে যবনিকা,
ধূসর বরণা; ফুরাইল ক্রমে
দিনেশ দৈনিক গতি অভিনয়।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

https://i.imgur.com/zPBQoZRh.jpg

ছবি তোলার স্থান : লাবুনী পয়েন্ট, কক্সবাজার।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

১২৮ সর্বশেষ সম্পাদনা করেছেন মরুভূমির জলদস্যু (২২-১০-২০২০ ১৩:৪৫)

Re: বিদায় বেলায় - ০১

গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা।
আমার যা কথা ছিল হয়ে গেল সারা ॥
হয়তো সে তুমি শোন নাই, সহজে বিদায় দিলে তাই--
আকাশ মুখর ছিল যে তখন, ঝরোঝরো বারিধারা ॥

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

https://i.imgur.com/PSXvP6Fh.jpg

ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

১২৯

Re: বিদায় বেলায় - ০১

শেষ বেলাকার শেষের গানে
ভোরের বেলার বেদন আনে॥
তরুণ মুখের করুণ হাসি
গোধূলি-আলোয় উঠেছে ভাসি,
প্রথম ব্যথার প্রথম বাঁশি
বাজে দিগন্তে কী সন্ধানে শেষের গানে॥

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

https://i.imgur.com/byVQyZ9h.jpg

ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।