টপিকঃ বিদায়

কবিতার নাম-বিদায়

লেখক-গিনি

বন বনান্তর ছাড়ায়ে
ব্যাকুলে দু হাত বাড়ায়ে
সকলে চিৎকারে, " ওকে
বাঁধো, রুখো , দিওনা, দিওনা যেতে!
ও যে সব লয়ে যায়, ঝটিকা বায়।
দিওনা দিওনা যেতে।"
তবু তারে রুধা দায়,
চির চিরন্তন
এ কাল, সে কাল
অনন্ত কালের বিদায়!
সে অশরীরী সময়।
সময় যায় যায় রে!
তারে কেউ দেখে নাই,
তবুও তারে সকলে ধরিতে চায়।
ধরায়, অধরায় সে যায়,
লয় বিদায়,
সে যায় যায় রে।
কায়া হীন বলয়,
বলে, তোরা হল্লায়,
আমারে লয়ে তোলপাড়।
আমি শুরুতেও আছি,
শেষেও সকল কাছা কাছি।
শেষের পরও গতিময়,
মহা বিদায়!