টপিকঃ শুভ নববর্ষ

শুভ নববর্ষ
গিনি
শুভ হউক আজিকার শ্বাস,
পূরণ হউক সকল আশ।
ফুটে উঠুক টক টকে ফুল,
ভাসুক প্রাণ আনন্দে আকুল,
তবে এই দিন যেন সদা মূল,
জাগরনে হ্রদ কম্পে দোদুল দুল।
পণ হবে এবার ভাগা ভাগি হীন,
জীবন যাত্রা জয়ে বিলীন,
তুমি আমি মিশে রই সারা দিন,
কানন কুঞ্জে বাজুক স্বর্গ বীণ।
প্রয়াত রা গুঞ্জনে আশীর্বাদ,
তারার মালায় উঠুক সে নিনাদ,
মায়ার বাঁধন হেয়াল যত বিবাদ,
আত্মার অভুক্তিতে হউক সেই প্রসাদ।