টপিকঃ মেরী খৃষ্ট মাস

মেরী খৃষ্ট মাস

গিনি

মেরী জন্মধাত্রি যারে দিলি,
সেই দেখালো আলো খুলে সকল খিলি।
সে খৃষ্টেরে মোরা জানি,
তার হ্রদয় গ্রাহী বাণী মানি।
এই শুভ জন্মদিনে তার ত্যাগ স্মরি,
আনন্দ খুশিতে শত প্রদীপ আলোতে ভরি।
বলি,
মেরী খৃষ্ট মাস,
বিনীত শ্রদ্ধা পরি।