টপিকঃ নজরুলের পরে
নজরুলের পরে
গিনি
ওরে বিদ্রোহীর দল,
এখনি একি শান্ত,
কোথা সেই শির উচ্চ বল,
লাগে কেন ক্লান্ত!
আবার সটান দাড়াও,
লও হস্তে লেলিহান মশাল,
উতপ্ত হউক, উঠুক জ্বলে গগন,
আনুক নুতুনেরে বিশাল।
কোথা কেন ভয়,
সারাক্ষন তবে একি দ্বিধায়!
আনো যৌবনের ডাক,
ধবনি কর আহ্বানের হাঁক,
রাঙ্গা চোখ, দেখে বলিষ্ঠ বাহু,
পালাক যত অশুভ, দুষ্ট, রাহু।