টপিকঃ সংখ্যাহীন

সংখ্যাহীন
গিনি
অসংখ্য সংখ্যাই তবে বিধাতার রূপ!
নক্ষত্রের দল অসংখ্য।
পরিমাপ হীন গগন।
বালাম মুক্ত ব্রহ্মাণ্ড,
সবই সে প্রমাণ।
আলোক বলগা ছাড়া,
আঁধারের কোথা শেষ বারা,
শ্বাস গত, শ্বাস শুরু কি অদ্ভুত,
এই যে ওজন হারা,
অসীম প্রান্ত কারা,
কেমন তার সুরত!
সংখ্যা স্রষ্টা,
নিজে সংখ্যা ব্যত্যয় গড়া,
সকল সচল, নিয়ম অনিয়মের মাঝে
এক অনন্ত জরা।

Re: সংখ্যাহীন

thumbs_up thumbs_up