টপিকঃ শুভ স্বাধীনতা দিবস

শুভ স্বাধীনতা দিবস
গিনি

পুরাতন সকাল খানি এলো নূতন ভোরে,
৭১তরের স্বাধীন আলো আবার যেন ফিরে।
এদিনের শিশুর দলে উড়ায় পতাকা ওরে,
আনন্দেতে উথলে মন মুক্ত প্রাণ জুড়ে।
ঝড়ের পরে পত্রখানি যেমন সতেজ ঝুরে,
যুদ্ধ শেষের এই যে জীবন শান্তিতে পুরে।
শুদ্ধ বল, মুক্ত বল, উচ্ছাসে উল্লাস দেশ,
অন্যায় হীন, অত্যাচার হীন, গড় কাছে টানার পরিবেশ।
স্বাধীনতা নয় দেওয়ালে, কাগজে, কবিতায়,
নয় বক্তৃতায় , ছবিতে শেষ,
সমাজ জীবনে, মনন, বয়ানে,
বাধো তার ছায়া, মায়া, কায়া,
আজিকার মত আসন্ন সকল প্রভাতে,
জাগাক দৃষ্টি  সকল নয়নে ,
চির কাল অনিমেষ।

Re: শুভ স্বাধীনতা দিবস

সুন্দর হয়েছে ।