টপিকঃ একান্ত আমার
একান্ত আমার
গিনি
তাইতো তোমাকে রেখেছি
একান্ত আমার করে,
হে প্রিয় মোর!
আমার মনের খাঁচায়,
ধাতুর অলংকৃত বেড়িতে।
আমি অধীরে থাকি,
তুমি রঙ্গিন পাখি,
স্বর্গ সুরে দাও শিস
আমার প্রান ভরাক অহর্নিশ।
আমার কঠিন মন
ভালোবাসার অনুরাগে
তোমারে করেছে বন্দি
নিজ অন্তর কুঠিরে।
এক পেষে প্রেম
দলি তোমার চাওয়া পাওয়া,
মরেছি আপন সুখে।
উপেক্ষায় তোমার মন,
দেখেছি চোখের সামনে তুমি
ছট ফটাও, উরতে চাও আকাশ ময়,
মৃদু মলয়ে বৃষ্টির ফোঁটায় ভিজতে চাও,
দিইনা তাদেরে আমল,
খাঁচার ফাক দিয়া ছিটাই
স্বর্ণ, হীরার দানার অন্ন,
মুক্তার ফিরনি।
দিয়েছি জগতের মূল্যবান
রত্নের ভোজন।
তূমি মুখ ফিরাও,
স্বল্প স্বরে কও,
" খাঁচার দুয়ার খোলো।
তুমি প্রেমী মোর,
কেন বোঝনা আমি কি চাই, বলও।
ভাসতে চাই বিশাল আকাশে,
যেতে চাই পাহার চূড়ায়।
আমি বিহঙ্গ মন,
একটু খানি শ্বাস নিতে দাও।"
আমি বুঝি না কিছু,
আস্ফালনে বুক ফাটাই,
" ভালোবাসি, ভালোবাসি তোমায়।"