টপিকঃ ফুলের নাম : রক্ত জবা
কিছুদিন আগে থেকে "ঝুমকো জবা", "পঞ্চমুখী জবা", "বহুদল জবা", "সাদা জবা" ও "লঙ্কা জবা" ফুলের বেশ কিছু ছবি দেখিয়েছি আপনাদের। আজ তারই ধারাবাহিকতায় দেখাবো আমার তোলা কিছু "রক্ত জবা" ফুলের ছবি।
রক্ত জবা
আপনারা জানেন জবা ফুলের কয়েকশত প্রজাতির গাছ রয়েছে। এদের কয়েকটি পরিচিত বাংলা নাম হচ্ছে জবা, রক্ত জবা, পঞ্চমুখী জবা, জবা কুসুম, সাদা জবা ইত্যাদি। এদের মধ্যে রক্ত জবা ফুলটিই খুব বেশী দেখা যায়। এই হিন্দুদের নানান পূজায় ব্যবহার করতে দেখা যায় সবচেয়ে বেশী।
বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেরাতে গিয়ে বেশ কিছু রক্ত জবা ফুলের ছবি তুলেছি আমি।
তাদের কিছু ছবি এই পোস্টে দেখতে পাচ্ছেন।
আশা করি দেখতে খারাপ লাগবে না।
জবার ইংরেজি নাম : Chinese hibiscus, China rose, Hawaiian hibiscus, shoeblackplant ইত্যাদি।
জবার বৈজ্ঞানিক নাম : Hibiscus rosa-sinensis
ভারতীয় উপমহাদেশে জবা ফুল বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে পরিচিত, যেমন
বাংলায় : জবা
তামিলে : সেম্বারুথি
হিন্দিতে : জবা কুসুম
মালয়লমে : সেম্পারাত্তি
ইত্যাদি।
জবা পর্ব এইখানেই আপাততো শেষ হলো।