টপিকঃ আমি দেবী
আমি দেবী
গিনি
নারী কয়ে যে ভাবিল দুর্বল,
সে মনুষ্য অধম, অস্বীকারে
মায়ের স্পর্শ করোতল।
তবে শুনো,
আমি সেই নারী,
যার পদ তলে রয় স্বর্গ,
রয় ব্যঘ্র,
আমি দশ রথী, দুর্গা, মহাকালী।
আমি স্বরসতী যার জ্ঞানে তুমি জ্ঞানী।
আমি সুলতানা রজিয়া,
আমি কবি খনা।
বোবা তোমাকে শিখাই বলা,
হামাগুরি থেকে দেখাই চলা।
আমিই সেই নারী,
সকল জন্মের মূল,
বীর্য ধারক গর্ভ অতুল।
আমি সৌন্দর্যের প্রতীক,
সুন্দরের প্রতিম,
অমৃত স্তন দানি দেবী,
আমি দেবী।