টপিকঃ ফুলের নাম : লঙ্কা জবা
কিছুদিন আগে থেকে "ঝুমকো জবা", "পঞ্চমুখী জবা", "বহুদল জবা" ও "সাদা জবা" ফুলের বেশ কিছু ছবি দেখিয়েছি আপনাদের। আজ তারই ধারাবাহিকতায় দেখাবো আমার তোলা কিছু "লঙ্কা বজা" ফুলের ছবি।
লঙ্কা জবা
আপনারা জানেন জবা ফুলের কয়েকশত প্রজাতির গাছ রয়েছে। এদের কয়েকটি পরিচিত বাংলা নাম হচ্ছে জবা, রক্তজবা, পঞ্চমুখী জবা, জবা কুসুম, সাদা জবা ইত্যাদি। এদের মধ্যে একটি বিশেষ জবা হচ্ছে লঙ্কা জবা।
বাংলা নাম : লঙ্কা জবা, মরিচ জবা
অন্যান্য নাম : Wax mallow, Texas mallow, Sleepy hibiscus, Turk's Turban ইত্যাদি
বৈজ্ঞানিক নাম : Malvaviscus penduliflorus
সাধারন জবার সাথে লঙ্কা জবার পার্থক্য হচ্ছে এর গঠনে। প্রায় সকল জবাই তাদের পাপড়ি গুলি ছড়িয়ে দিয়ে হাসি মুখে ফুটে থাকে। কিন্তু এই লঙ্কা জবা সম্পূর্ণ আলাদা। অন্য জবা থেকে একে খুব সহজেই আলাদা করে চেনা যায় এর লঙ্কা বা মরিচের মত আকৃতি দেখে। মরিচের মত দেখতে বলেই একে লঙ্কা জবা বা মরিচা জবা বরে। তাছাড়ি এতে বেশ মধু হয় বলে বাচ্চারা মধু জবাও বলে।
বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেরাতে গিয়ে বেশ কিছু লঙ্কা জবা ফুলের ছবি তুলেছি আমি। তাদের কিছু ছবি এই পোস্টে।
ছবিগুলি তুলেছি সিরাজ শাহ-্এ মাজার, নারায়ণগঞ্জ থেকে ২৪/১২/২০১৭ ইং তারিখে।
আগামী পর্ব দেখবো "রক্ত জবা" ফুল।