টপিকঃ সুপেয় পানি

সুপেয় পানি
গিনি
পৃথিবীর তাবত যত জল রাশি তার শতকরা ২.৩ ভাগ সুপেয় পানি। সে স্বল্প পানিরে উৎস দ্বারাই যাবত গৃহ, কৃষিকাজ ও কল কারখানার কাজ চলে।
সুপেয় পানির চাহিদা , অধিক জন সংখ্যার ও তত দ্বারা কর্ম প্রক্রিয়ার বৃদ্ধি হেতু, দ্রতু বাড়িয়া চলিয়াছে। এর কারনে অনেক উন্নত দেশেও এর অভাব ও স্বল্পতা চাপ দেখা দিয়াছে। যেমন, আমেরিকার ক্যালিফোর্নিয়ার এর প্রভাব ল ক্ষ করা যায়তেছে।
এ ছাড়া অনা বৃষ্টি, অধিক মাত্রায় ভূগর্ভস্থ জলের উত্তলনের কারণে অনেক স্থানেই সুপেয় পানির অভাব দেখা দেয়। আফ্রিকার ইথপিয়ার অঞ্চল ভেদে এর উচ্চ মাত্রায় প্রভাব দেখা যাইতেছে। অনেক সময় সে সব অঞ্চলের মানুষ দুরগ্ম ও দীর্ঘ পথ চলার পর এই জল সংগ্রহ করিয়া থাকে। আর এই নিয়ম বৎসরের অধিক সময়ই করিতে হইয়া থাকে।
সুপেয় পানি শুধু দৈনিন্দিন কাজের জন্যই প্রয়োজন তাহা নহে , রোগ মুক্ত জীবন যাপনের জন্যেও এর অতি প্রয়োজন।
বৃষ্টির জল সংরক্ষণ, বন্যা নিয়ত্রন ব্যবস্থা উন্নতি করন, সমন্বিত জল ব্যবস্থা ক্রার মাধ্যমে পানির চাহিদা মেতানোর চেষ্টা অরস্ত্রেলিয়া করিয়া যাইতেছে। ইহার মধ্য পানির নূন্য তম ব্যবহার করা, ভূগর্ভস্থ পানির স্তর পুনঃ স্থাপন করা, সাগরের জল শোধন করা, জলের উৎস গুলি সংরক্ষণ করা উল্লেখ যোগ্য।
আরও একটি পদ্ধতি বিজ্ঞানীরা চিন্তায় রাখেন যে ব্যবহৃত জল পুনঃ ব্যবহার করার উপায়।
শুধু একটি বিষয় বিশেষ ভাবে মনে রাখিতা হইবে যে , সুপেয় পানির উৎস সীমিত কিন্ত চাহিদা প্রচুর, তাই এর সঠিক ব্যবহার নিশ্চিত করা পৃথিবীর সকল মানবের দায়িত্ব।