টপিকঃ প্রানে প্রানে
প্রানে প্রানে
গিনি
আমার প্রানের সুর গুলি
তোমার হ্রদয় কম্প তুলে,
জড়ায় কি প্রেমো গানে।
সে গানে তুমি আমি পুরি,
শেষ গগনে উরি,
বাজাই শঙ্খ মধু তানে।
এই কি তবে প্রেম,
এই কি তবে প্রেম।
সেথা আমার তালে
তোমার সনতুর বাজে।
সেই কি মন দেয়া,
তায় হয় কি মন নেয়া,
যেথা তোমার চিত্ত মাঝে,
আমার চঞ্চলতা রাজে।