টপিকঃ গয়নায় জীবন
গয়নায় জীবন
গিনি
গয়না গুন টেনে যায় ধীরে উজানে,
কাশবন, ভাঙ্গা পার ফেলে
কাঁধে রসি হাঁটে মাল্লা কজনে।
পাটাতে বসি মহাজন
ধোঁয়া তুলে হুঁকাতে,
বৃদ্ধ মাঝি এক কোনে
ভাত মাছ রাঁধে চুলাতে।
কিছু পরে শুশক ডুব দেয় ত্বরাতে,
হাল ধরে ভোলা মাঝি বসে রোদ কড়াতে।
পড়ন্ত বিকেলে বাঁধে নাও গাছেতে,
সম্মুখে ডাকাত ভয় হবে হেথা রাত পোহাতে।
গরম ভাত খেয়ে সব কাত হয় আলোসে,
জলের কলকলে পুঁথি গায় খোয়াসে।
গগনে চাঁদনী ফক ফক চারিধার,
রাতের পাখি ডেকে যায়
গয়নায় ঘুমে ঝুম মহাজন, মাঝি তার।