টপিকঃ ওরে যৌবন রে

ওরে যৌবন রে
গিনি
কলি খানি যৌবনে ফুল হয়ে ফুটেছে,
সুধা রস মধু বাস পবনে লুটেছে।
ওরে যৌবন রে!
প্রানের সুখ খন যে,
কেন যায় চলে যায়,
কোন তানে ছুটেছে, কেন হারায় অজানায়।
কত রঙ্গিন স্বপন সে,
রুখেছে কবে কে,
শুধু হ্রদয় উথলে তায়।
পাপড়ি গুলি উজ্জ্বল রয়,
কত পরবাসি তারে পেতে চায়।
আসে ভ্রমর, আসে মালি,
অরুন কিরণ চুমে যায়।
ওরে যৌবন সারা জীবন
ভাসাস কোন মায়ায়।