টপিকঃ ক্ষ্যাপা অভিলাষ

ক্ষ্যাপা অভিলাষ
গিনি
আয় আয় চল যাই,
হাতে হাত দিয়ে চল নদী পার।
বসি মোরা মুখো মুখি আড়াল করি ঝাঁর।
নরম পরশে আঙ্গুল গুলি,
তোঁর মিষ্ট ঠোঁট তুল তুলি,
চেয়ে থাকি চোখে চোখ দুজনে,
খিল খিল হাসা হাসি,
স্বল্প মধু কথার বুলি,
নেয়ে যাক প্রেমো স্রোতে সুজনে।
মোরা নব প্রেমী যুগল,
উন্মত্ত ভালোবাসায় পাগল,
গালে গাল ঘসা ঘসি নিবিড়ে,
কোথা গেল বক্ষ বাস,
গোপন উন্মুক্ত উষ্ণ শ্বাস,
হারায়েছি দুটি প্রান তিমিরে।
এই কি ভালোবাসা ভ্রমিরে,
ক্ষ্যাপা চিত্ত মধু সিঞ্চনি অভিলাষ!