টপিকঃ জল পার
জল পার
গিনি
তরী খানি ঘাট ছেড়ে যায়।
ঘাট ডাকে ফিরে আয়,
পাল শুধু ফত ফতে
নিরবে বিদায় জানায়।
নাওয়ের আগা ঢেউ পরে
ছপাত ছপাত,
মৃদু হাসে, আড় চোখে বলে,
যাই , যাই মধুর তরঙ্গ দোলায়।
পার বলে ওরে অবুঝ ডোঙ্গা,
উঠলে বায়ু হবে সংশয়,
অনেক হয়েছে নাচা, নাচি
এবার ফিরে আয়।
তরী দূরে খিল খিলায়,
ভাবে স্থবির পার এ আনন্দ
তোঁর বোঝার কি উপায়।
গগনে জমে মেঘ আঁধার ঘনায়,
হাওয়া হয় ছন্নছাড়া তোল পাড় ঘটায়।
ঝঞ্ঝায় তরী সিক্ত পাল হয় ভারি,
মাল্লারা গোলোয়ে ঢুকে সকল হাল ছাড়ি।
তরী বেহাল, আঘাতে আঘাতে ডুবায়।
পার একাকী করে ক্রন্দন,
আস্ফালনে, কেন মোর ডাক শোনো নাই।
নাই তরী, শূন্য ঘাট,
এমনই ক্ষনিক আনন্দে সকল হারায়।