টপিকঃ যবনিকার যবনিকা
যবনিকার যবনিকা
গিনি
বিধাতা আনন্দে লুটে,
ধরার সৃষ্টিতে যখন ফুল ফুটে।
ধোনে উঠে কেউ মাছ ধরে,
শিশুটিরে দাদি গল্প করে।
শীতল সমীরে ক্লান্ত শ্রমিক ঘুমায় তরু তলে,
বাসা বেঁধে পানকৌড়ি ডুব দেয় জলে।
প্রভাত ভরে চঞ্চলতায়,
নিশিথের শান্ত নিরবতায়।
বিধাতা কি তখনও সুখে!
যখন তারই সৃষ্টি আত্ম হননে অতি দুঃখে।
ঝঞ্ঝায় কপোত কপোতির সাজানো ঘর ভাঙ্গে,
যখন রেষারেষিতে পথ রাঙ্গে।
আগুনে হয় ছারখার।
বিষ ক্রিয়ায় কেউ অথর্ব হয়।
যম আসে দরজায় কড়া নাড়ায়!
আর প্রশ্ন নয়।
বিধাতা শেষ করো,
শেষ করো সর্বক্ষণ নতুনের জন্ম আর শুরু,
কখনো না হউক যবনিকা
বুক কাঁপা দুরু দুরু।