টপিকঃ নদী তীরের তরু

নদী তীরের তরু
গিনি(১৯৭৭ ইং এ লেখা)
আমি শুধু রয়েই গেলাম তীরে।
পা ছুঁয়ে যে নদী চলে গেছে দূরে,
তার সৌম দোলায়,
তোমার সাজানো বজরা উড়াল রঙ্গিন পাল,
থির থির বয়ে গেলো দিগন্তে।
এই আমি হেলে পরা পাড় ঘেসা তরু
নিরবে রয়ে গেলাম তীরে।
গ্রীষ্মের উতল হাওয়া মর মরিয়ে আনে বিরহ দোলা,
নদী স্রোতে পরে সে ছায়া,
ওগো জলধি ঐ টুকু শুধু লয়ে যাও,
যেখানে ভিরেছে তার তরী,
আমাদের মিলন কঠিন ,
এ ছায়াতে মিশুক বজরার ছায়া,
সে ছোয়াতে ঢেউ উঠুক আনন্দে ভরি।