টপিকঃ প্রেমের হাঁট

প্রেমের হাঁট
গিনি
প্রেম যদি কেনা যেতো হাঁটে,
নিতাম কিনে ঝোলা ভরে,
মায়ার খেলা খেলতাম তোদের সনে মাঠে।
বিরহ কি জানতাম না,
ব্যর্থ হয়ে কাঁদতাম না,
তেতুল রসে চুকা খেয়ে গান গাইতাম দীঘির ঘাটে।
তোরা আমার পিছে পিছে,
হাসতাম আমি মিছে মিছে,
ভালো লাগায় বেলা যেত বয়ে,
মুগ্ধ হয়ে থাকতি ওরে,
আসতি ছুটে অঢেল নিয়ে,
আমার দেওয়া আঘাত গুলো নিতি তোরা সয়ে।
বল, সে হাঁট কোথায় পাই,
বল আমার গুরু, বল জনম দাতা,
বল রে আমার সাই।