টপিকঃ এশিয়া কাপ ২০১৮ ক্রিকেট
http://www.somewhereinblog.net/blog/Hossain143/29875786
খেলোয়াড়দের হয় খেলা আর না হয় রাজনিতী যেকোনো একটা বেছে নিতে হয়, খেলা অবশতায়ে এম পি করার প্রস্তাব পেলে খেলায়ে মন বসে কি? বা আগ্রহ থাকে কি? আর অন্য প্লেয়ার দের উপর এর প্রভাব পড়ে , আপনি কে বলেন? অনেক প্লেয়ার রাজনিতী করেন কিন্তু খেলা ছেড়ে !!
২০ তারিখে আমরা নবাগত ,যুদ্ধ বিধ্বস্ত আফগানের কাছে শোচনীয় ও লজ্জা জনক ভাবে হা্রি, তাদের নবাগত বলার রাশেদ ৩২ বলে ৫৭ রান করে অপরাজিত থাকে, আর তার বলিং এর কাছে আমরা অসহায়! আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, নবাগত ,যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ কি ভাবে খেলছে! এর আগে তাদের কাছে আমরা টি ২০ তে হোয়াইট ওয়াস হওয়ায় - আসন্ন টি ২০ বিশ্ব কাপে আমরা আর সরাসরি খেলতে পারবনা , আর কত ? মানুষ বলে আমদের ক্রিকেট এর উন্নতি হয়েছে! এটাকে যদি উত্ততি বলি - তবে যুদ্ধ বিধ্বস্ত আফগানের দলকে কি বলব! ????
২০ তারিখের খেলাএ বাংলাদেশ দলে তামিম ও মুসফিক ছিলনা !! ????
কিন্তু কেউ হাল ধরল না! খেলায় হারজিত আছে তাই বলে, ৫০ ওভার ও খেলতে পারলাম না, আর বিশাল রানে পরাজয়! তারা খারাপ করলে সমর্থক হিসাবে আমাদের ত কস্ত হয় !!