টপিকঃ আমি আকাশ পাঠাবো - অ্যাভোয়েড রাফা - কাভার
বাঙ্গালী চাপাবাজ জাতি। পুরা আকাশ নাকি পাঠায় দিবো! লিরিক লেখার সময় কম কইরাতো আর দেয়া যায় না. বুঝতে হবে অসাধারণ একটা গান। পারিনা ভালো। তাই হাইস্কেলের টানগুলো দিতে খবর হয়ে গেছে। রেকর্ডের পর দেখি গিটারের ফ্রেইটস দেখা যায় না। তাই জোড়াতালি দিয়ে একটা মিউজিক ভিডিওর মতন বানালাম। আশা করি ভালো লাগবে।