টপিকঃ ছাদের পেয়ারা গাছ
বেশ কয়েক মাস আগে ভ্যান থেকে ছোট একটা পেয়ারা গাছ কিনেছিলাম ফুল সহ। সেগুলি ঝড়ে যায় পেয়ারা না হয়েই। পরে গাছটি একটি হাফড্রামে লাগিয়ে দেই। প্রচুর ফুল আসে এবং পেয়ারাও ধরে অনেক। এক-এক ডাটিতে ৩টি করে। সারা গাছ ভরে যায়। ২ফুট গাছের তুলনায় ফল প্রচুর। পেয়ারা বড় হতে থাকে সেই সাথে ঝরতে শুরু করে। শেষে ভয় হয় সবই বুঝি ঝরে যাবে। কিন্তু না, শেষ পর্যন্ত গোটা ১৫ পেয়ারা রয়ে গেছে। সাইজ বেশী বড় না, পেকেছে মনে করে ৪ দিন ৪টা পেরে খেয়ে ফেলেছি, পুরপুরি পাকে নি। দিন কয়েকের মধ্যেই পাকবে একটি-দুটি করে।
সেই গাছের কিছু ধারাবাহিক ছবি।