টপিকঃ গোলাপ কেন গোলাপ হল?

গোলাপ কেন গোলাপ হল? সকল ফুলের রানী? কারন সূর্যের সাথে এর প্রেম। এর ফুটতে আর বাচতে চাই রবির কিরন। এর যত্ন কঠিন। তবেই এ রুপ নিয়ে দাঁড়ায় সামনে। ছড়ায় সুবাস।সন্ধ্যায় রাজার আয়াসে সে দেয় শান্তি, প্রেয়সীর মন কারে। পরম স্নিগ্ধ তায় গোলাপ জলে দেহ ধৌত হয়। কঠিন কে যে মালি বাস্তবতায় আনে সেই সফল আর গোলাপ পায় উচ্চ স্থান, হয় প্রশংসার পাত্র।