টপিকঃ ইদে বাড়ি ফেরা
#কৌতুক????
ইদে বাড়ি ফেরা
বাস্তব সমস্যা বা ভোগান্তি মনে হতে পারে
*************************************
এক যাত্রী প্রচণ্ড ভিড়ের ট্রেনে সিটে বসে বারবার তার শরীর টা মোচড়াচ্ছে , তাই দেখে পাশে বসা ভদ্রলোক বলল ভাই আপনার কি হয়েছে,
১ম যাত্রী : (মোচড়াচ্ছে আর বলছে ) আমার শরীরে ভালো লাগছেনা, ভিড়ের কারনে উঠতেও পারছেন না, হালকা ঘামছেন
২য় যাত্রী : এক কাজ করুন আপনার রুমালের কোনাটি চিকন করে নাকের মধ্যে ঢুকিয়ে জোরে হাচি দিলে আরাম পাবেন।
১ম যাত্রী : (রুমালের কোনাটি চিকন করে নাকের মধ্যে ঢুকিয়ে) হা-চ-ছু করে ভীষন জোরে হাচী দিয়ে বলে - সে রে ছে।
(আসলে ১ম যাত্রীর নিম্ন চাপ প্রেসার এসেছিল তাই এতক্ষন বসে বসে মোচড়াচ্ছিল্লো আর নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছিলেন, ভিড়ের কারনে উঠতেও পারছিলোনা, তার উপর ভয় ছিলো উঠলে যদি সিট হারায়, রুমালের কোনাটি চিকন করে নাকের মধ্যে ঢুকাতেই সবকিছু প্যান্টেই)