টপিকঃ শ্রী রবিন্দ্রনাথ ঠাকুর
শ্রী রবিন্দ্রনাথ ঠাকুর
গিনি
আধুনিক যুগের বাংলা সাহিত্য যদি কেউ রবিন্দ্রনাথ ঠাকুর ব্যতীত চিন্তা করে তা হবে শূন্য কলস মাথায় ছুটির ছুটির মত।
যদি রাষ্ট্র পরিচালনায় এক রাজা থাকেন তবে রবি ঠাকুর আধুনিক বাংলা সাহিত্যে এক মহা রাজা।
তিনি নিজ উচ্চতায় ৬’-২” যেমন , তেমনি সাহিত্য মার্গে প্রবত শৃঙ্গ।
জীবনের প্রায় সকল বিষয়ে তার অতি রহস্য ময় লেখন আর গান সৃষ্টি এক অতি উচ্চ কর্ম।
নিজে সুর করা আর নিজের সু কণ্ঠে গাওয়া সে সব গান, নৃত্যের যে আঁকার ঈঙ্গিত তৈরী করে গেছেন তা সামনের বহু যুগ আপন স্থানে স্থায়ী থাকবে।
এক একটি লেখনির পিছনে যে সকল ইতিহাস জেগে আছে তা অনুধাবন যে করতে পরে তার জীবন সুখ বৃদ্ধি পায়।
তার আকাশ ভরা কোলে,
মোদের দোলে হ্রদয় দোলে!
তাকে নিয়ে লেখার যে আমি, ক্ষুদ্র প্রাণী, ধৃষ্টতা দেখালাম তা সকল পাঠক ক্ষমার চোখে দেখবেন।