টপিকঃ ঢাকায় কোথায় কিভাবে গার্লফ্রেন্ড যোগাড় করবো?
আমি ঢাকাতে চাকুরী এবং পড়ালেখা করি। বয়স ২৩ বছর। আমি আমার পরিচিত কয়েকজন বন্ধুকে বলেও কোন মেয়েবন্ধুর ফোন নম্বর এর ব্যবস্থা করতে পারি নি। ঢাকায় কোথায় কিভাবে কলেজ, ভার্সিটি পড়ুয়া ছাত্রীদের সাথে পরিচিত হয়ে বন্ধুত্ব / ডেটিং / প্রেম করা যেতে পারে। এ ব্যাপারে কারো কোন পরামর্শ থাকলে নিসংকোচে আমাকে জানাতে পারেন।
কোন পার্কে বা এরকম কোন পাবলিক প্লেসে গিয়ে কি কারো সাথে যেচে কথা বলে রিলেশন করা সম্ভব?