সর্বশেষ সম্পাদনা করেছেন আউল (২০-০৪-২০১৮ ১৭:৪৯)

টপিকঃ সরকারি চাকুরিজীবী !!!

Re: সরকারি চাকুরিজীবী !!!

প্রাইভেট চাকুরিতে বেতন বেশি ।

Re: সরকারি চাকুরিজীবী !!!

সর্বশেষ সম্পাদনা করেছেন নিয়াজ মূর্শেদ (০২-০৫-২০১৮ ০০:০২)

Re: সরকারি চাকুরিজীবী !!!

বাংলাদেশে সরকারি চাকরি মানে সুখের স্বর্গে বাস করা। আপনার জীবন আজীবনের জন্য সেটেল। যা চাইবেন সরকার তাই আপনাকে দিবে। তাছাড়া আলগা কামাই তো আছেই। সরকারিতে কেরানী হতে পারলেও জীবনটা ধন্য। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে এইচ আরে আছি। ডেস্ক জব কিন্তু আমি দেখি যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা কি কষ্ট করে। এরপরেও যদি টার্গেট ফিলআপ করতে না পারে তবে বেতন পায় না। তাদের কি কষ্টের কোনো মূল্য নেই? আমাদের কাছে এসে যখন বলে, ভাই / স্যার, আমার বেতন কেনো আটকে আছে তখন আমাদের মতো এক্সিকিউটিভদের শুধু বলতে হয় আপনি আপনার ডিপার্টমেন্টের হেডের সাথে কথা বলুন।

বেসরকারিতে আপনাকে চিবিয়ে খাবে। শুধু একদিন শুক্রবার ছুটি। বাকি ৬ দিন সকাল ৮ টা থেকে রাত ৮ অফিসে যাওয়া আসার মধ্যেই থাকতে হয়। এই নাম কি জীবন?

সরকারি চাকরি হচ্ছে সোনার হরিন। একবার যদি পেয়ে যান তাহলেই কেল্লা ফতে। বেসরকারিতে যারা কাজ করে তারা এত চাপে থাকে যে এদের হার্টের অসুখ ও স্ট্রোক বেশি হয়। সরকারিতে যারা কাজ করে তাদের এইসব অসুখ বিসুখ কম হয়। তারা নিশ্চিন্তে জীবন পারি দেয়। চাকরি যাওয়ার কোনো ভয় নেই। মাসে মাসে বেতন, সাথে এই ভাতা ওই ভাতা, সাথে আবার নিজের নেয়া লোনের অর্ধেক সরকার পরিশোধ করবে । আপনাকে নাম মাত্র সুদে বাকি অংশ পরিশোধ করতে হবে। আপনি না পারলেও কোনো সমস্যা নেই। খেলাপী হবেন। তাতে কোনো সমস্যা নেই।

আল্লাহ যেনো আমাকে একটা সরকারি চাকরি পাইয়ে দেয়।  আহ কি জীবন।  dream

Re: সরকারি চাকুরিজীবী !!!

সরকারি চাকুরীজীবিরাই দেশের সাধারণ জনগণের টাকা বসে বসে খাচ্ছে।  এদের কারনেই দেশের এই অবস্থা।

Re: সরকারি চাকুরিজীবী !!!

খুব সুন্দর মন্তব্য thumbs_up