টপিকঃ ” সময়ে সম্মোহিত “| Hypnotized by time
তোমাদের সময়ে আমার কিছুই নেই,
আমার আছে কিছু অতীতময় বর্তমান,
হয়তো কিছু বর্তমানময় ভবিষ্যত।
আমার মেঘ হয় জন্মাবার ইচ্ছে ছিল,
বৃষ্টি হয়ে ঝরে পরার ভয়ে হতে পারিনি।
সম্মোহন বিদ্যায় কাউকে বিমোহিত করতে পারিনি বলেই,
একুশ শতাব্দীর কালিবিহীন কলম হতে আমার জন্ম।
তাই বিদায় আমার নিদ্রাহীন সপ্ন,
কিছু হিবিজিবি আঁকা একটা সময়,
রক্তকাব্য গুলো কাঁদে যেই ধুলোয়।
আমার হলুদ রঙ্গে আঁকা একটা আকাশ,
তাতে সবুজ রঙের রাঙ্গা একটি ঘুড়ি।
ও ঘুড়ি তুই ফাকি দিলি আমায়,
তোমায় নিয়ে লেখা ছিল,
ঠিক শেষের পাতায়।
আচ্ছা তুমি কি গান শোনোনা,
আমায় কি পাওনা।
তোমার সবচেয়ে পছন্দের গানটির ,
সেই মাঝখানের লাইনে,
যেটা তুমি হাজার চেষ্টা করেও মুখস্ত করতে পারোনি।
ভুলেই গেছো কোনো এক পৌষের সকালে,
তোমার জানালায় কুয়াশা হয়ে ছিলাম !
সেই উশৃঙ্খল চোখে দেখেছিলাম ,
আমার সীমাহীন হাহাকার।
jarnov
কবিতা সমগ্র