টপিকঃ বন কড়ি
বন কড়ি
গিনি
মন মাঝে এই বন রাজি,
সেথা কুসুমে কানন ভরা আজি।
কত খেলা চলে না জানা ছলে,
তেতুল তলে ঐ কে বাঁশী তুলে।
খেজুরের পাতা মরমরে,
ছেঁড়া পাল খানি ফরফরে।
হাওয়া যা মুক্ত যায় ছুটে,
লজ্জায় লতা পরে লুটে।
বাবলায় কাঁটা খাজি,
শুয়া ঘোরে লতা মাঝি।
শামুকের কাদা পার
বক খোজে প্রাত হার,
পশু দের জল পান,
কুমিরের আনাচান।
মন মাঝে এই বনরাজি,
ঘ্রাণ ভরে, কড়ি তে উজারে সাজি।