টপিকঃ বাংলার পরিবর্তন

ভবানিচরন বন্ধোপধ্যায় ১৮২৩ সালে বাংলায় এক খানি বই লেখেন নাম, “কলিকাতা কমলালয়”।
সেখানে দেখান বড় শহরে আসলে বিদেশী বা গ্রাম থেকে আসা ব্যক্তি দের কেমন অসুবিধা হয় শহরের আচার ব্যবহারের সাথে খাপ খাওয়াতে। ভাষার একটা বিরম্বনা থাকে, এ ছাড়া চলা চলের আসুবিধা থাকে আর গুরুত্ব পূর্ণ হল শহরের জনগণ বাহিরের জনগণকে হেয় মনে করে। সেই পুস্তকে তিনি কিছু শব্দের উৎপত্তি দেখান যে গুলি বাহির অঞ্চলের বিশেষ করে পারস্য, আরব ও ইংরেজ দের জন্য বাংলায় আসে। যেগুলা কে বলা হত যবনিক ভাষা। কিছ শব্দ উদাহরণ দেওয়া গেলঃ

যবনিক         সাধু
কনিন        ক্ষুদ্র, সামান্য
কল           যন্ত্র
কলম        লেখনি
কসম        শপথ
কসাই        গধু
কসবি       বেস্যা, গণিকা
খয়রাত      বিতরন, দান
গরম         উষ্ণ
জঙ্গল        বন
ঝাঁক      সমূহ, বিস্তর