টপিকঃ শহর থেকে গাঁ

শহর থেকে গাঁ
গিনি
সকল কিছুই একটা বৃত্তাকার ধারায় ধাবমান। একদিন গ্রাম থেকে মানুষ শহর মুখি ছিল। কিন্তু এই যাত্রায় কি হল? সামাজিক সমস্যা এলো। পরিবেশের বিপর্যয় এলো। বন্যা এলো, যানজট এলো, নূতন মাত্রায় রোগ বালাই এলো । বাস স্থানের সংকুলান হল না। জিনিসের দাম বাড়ল।
এখন তবে কি চক্রটা হওয়া উচিত শহর থেকে গ্রামে!!
আসলে বিষয় টা হওয়া উচিৎ বিকেন্দ্রি করন। কিন্তু তার জন্য প্রথমেই যোগাযোগ টা স্থল বা নৌ অথবা বিমান, রেল যেভাবেই হউক করা প্রয়োজন। আর সমস্যা হল হাসপাতাল যা উন্নত মানের। আর একটা বিষয় খুবই জরুরী তা হল নিরাপ্ততা ব্যবস্থা।  দূর এলাকায় কেউ থাকতে পারেন না কেন ঐ নিরাপ্ততার কারনে!
কিন্তু কর্ণধারেরা কর্ণে দিয়াছেন তুলা, তাই বুরিগ্নগার মত নদী শীঘ্রই অতি বিষাক্ত এবং মৃত প্রায় বলিয়া দেখা যাইবে।